ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

হোয়াইটওয়াশ বাংলাদেশ!

১৮৮ রানে ৯ উইকেট হারানোর পরও বাংলাদেশের হারানোর জয়ের আশা ফিরে এসেছিল মেহেদী হাসান মিরাজের ব্যাটে। আবু জায়েদ রাহীর সঙ্গে স্ট্রাইক অদল-বদল করার পাশাপাশি রানের গতিও বাড়ান। ৫৯ ও ৬১তম ওভারে রাকিম কর্নওয়ালকে একটি করে চার ও ছয় মেরে ব্যবধান কমাতে থাকেন তিনি। কিন্তু এই কর্নওয়ালের কাছেই উইকেট হারাতে হলো, জোমেল ওয়ারিকানের বলে ফার্স্ট স্লিপে দাঁড়ানো এই ফিল্ডারের ক্যাচ হন মিরাজ। তাতেই ১৭ রানে জিতে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ। ৫৬ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১  রান করেন মিরাজ। 


বাংলাদেশকে ২১৩ রানে অলআউট করতে কর্নওয়াল সর্বোচ্চ ৪ উইকেট নেন। ওয়ারিকান ও ক্রেইগ ব্র্যাথওয়েট পান তিনটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- দ্বিতীয় ইনিংস: ৬১.৩ ওভারে ২১৩ (টার্গেট ২৩১)

ads

Our Facebook Page